সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। অফফর্মে থাকা সাব্বিরকে নিয়ে মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা ঝড়।

বিসিবির ঘোষিত এই দলে তিনজনের নাম আসলেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে। কারণ তিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত সেপ্টেম্বরে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, যা আগামী মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবত থাকার কথা। তাহলে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কী করে খেলবে সাব্বির?

তবে সাব্বিরকে দলে ডাকার কারণ ও দোয়াশা বিসিবি নিজেই পরিষ্কার করেছে। গত বছরের সেপ্টেম্বরে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে দলে নিতে তার এক মাস নিষেজ্ঞাধা কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ তার আরও জাতীয় দলে ফিরতে বাধা নেই। এছাড়া অধিনায়ক মাশরাফির অনুরোধেই নাকী তাকে দলে রাখা হয়েছে এমনটাই দাবি নির্বাচকদের।

সাব্বিরকে নিয়ে মাশরাফিসহ অনেকেই মিডিয়ার সামনে কথা বলেছেন। এবার সহকর্মী তামিম ইকবাল এবার তাকে নিয়ে কথা বলেছেন।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে ১৫ জনের অংশ। তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে সে যে ভুলগুলো করেছে তার পুনারবৃত্তি যেন না হয়। সে নিজেও হয়তো এটা বোঝে।’

তিনি আরো বলেন, ‘ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি, অন্য মানুষ হয়ে সে ফিরবে। বাংলাদেশের হয়ে খেলা ছাড়াও খেলোয়াড় হিসেবে (মাঠ ও মাঠের বাইরে) অন্য যে সব দায়িত্ব আছে ওর, আশা করি সে সবও পালন করবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

ভুয়া আইডি খোলায় যুবককে ধরে থানায় নিলেন সাব্বির

ভুয়া আইডি খোলায় যুবককে ধরে থানায় নিলেন সাব্বির

চূড়ান্ত হলো সাব্বিরের নিষেধাজ্ঞার শাস্তি

চূড়ান্ত হলো সাব্বিরের নিষেধাজ্ঞার শাস্তি