টেলিভিশন অনুষ্ঠানে এক অশালীন মন্তব্য করে ভারতীয় দল থেকে নিষিদ্ধ আছেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। ক্রিকেটারদের এমন অশালীন মন্তব্য নিয়ে ভারতে চলছে নানা সমালোচনা। অবশেষে এ নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।
ভদ্র ও মার্জিত ক্রিকেটার হিসেবে ছিল খ্যাতি রাহুল দ্রাবিড়ের। খেলা ছাড়ার পরও তিনি অনেকের কাছে রোল মডেল। ক্রিকেটজীবনে কোনোদিন বিতর্কে জড়াননি। এবার রাহুল ও পান্ডিয়া নিয়ে মুখ খুলে রাহুল দ্রাবিড় বলেন , ক্রিকেটারদের আরও শিক্ষিত হওয়া প্রয়োজন। অন্তত মাঠের বাইরে আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত ক্রিকেটারদের। একইসঙ্গে এই বিতর্ক নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোও পছন্দ নয় দ্রাবিড়ের।
তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা অতীতেও ভুল করেছে। এমন ভুল ভবিষ্যতেও হতে পারে। ক্রিকেটারদের এই বিষয়গুলোতে শিক্ষিত করে তোলা উচিত। গত দুটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের ক্লাস নেয়া হয়েছিল। যেখানে মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনা তুলে ধরা হয়েছিল। ক্রিকেটাররা বিভিন্ন পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, এ নিয়ে মনোবিদরা বক্তব্য রেখেছিলেন। দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা হয়েছিল। ক্রিকেট একাডেমিতেও এসব শেখানো হয়।’
এরপরই দ্রাবিড়ের সংযোজন, ‘ক্রিকেটারদের দিকে সারাক্ষণ নজর রাখা সম্ভব নয়। তার চেয়ে ক্রিকেট একাডেমিতে ক্লাস নেয়া ভালো। বিভিন্ন পরিস্থিতি কীভাবে সামলানো উচিত, তা শেখার প্রয়োজন রয়েছে তরুণদের।’
লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া বর্তমানে নির্বাসিত রয়েছেন। ভারতীয় বোর্ড বিষয়টির তদন্ত করছে। দ্রাবিড় বলেছেন, ‘বিভিন্ন রাজ্য দল থেকে ক্রিকেটাররা এসে জড়ো হয়। তাই প্রত্যেককে গাইড করা প্রয়োজন। মাথায় রাখতে হবে ক্রিকেটাররা যেন পরিস্থিতির অপব্যবহার না করে। আমি যেমন কর্নাটকের সিনিয়র ক্রিকেটারদের দেখে অনেক কিছু শিখেছিলাম। তারা আমার কাছে রোল মডেল ছিলেন। তারা কিন্তু আমাকে শেখায়নি। তাদের দেখেই শেখার চেষ্টা করেছি। মানুষ অতীত ভুলে যায়। এখন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কিছুদিন পর ভুলেও যাবে। তাই ক্রিকেটারদের শিক্ষিত করাটা সবচেয়ে বেশি জরুরি।’