বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বন্ধের দাবি জানিয়েছে ওলামা লীগ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী। তিনি বলেন, বিপিএলের নামে দেশকে জুয়াড়ীদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়ীদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূর্ণ সংবিধান বিরোধী।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ী তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
নারী ফুটবলাররা পাঁচ বছরের মধ্যে বিয়ে করতে পারবে না সম্প্রতি এমন একটি চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়েও সমালোচনা করেন ওলামা লীগের সাধারণ সম্পাদক।
আবুল হাসান বলেন, নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।