ভারত-অস্ট্রেলিয়ার খেলা মানেই নানা নাটকের জন্য। শুক্রবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে তেমনি এক নাটকের জন্ম দিল ভারতের বোলার ভুবনেশ্বরের কুমার ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।
ঘটনাটি ঘটে ইনিংসের নবম ওভারে। নবম ওভারের শেষ বল করতে দৌড় শুরু করেন ভুবনেশ্বর। কিন্তু উইকেটে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ সরে দাঁড়ান। তবুও ভুবনেশ্বর বোল ডেলিভারি করে দেন। বিষয়টি হয়তো এখানেই শেষ। এ আর নতুন কি।
কিন্তু মজার বিষয় হলো ভুবনেশ্বর আম্পায়ারের অনেক পেছনে থেকে বল ডেলিভারি করেন সেই সময়। তাই এটা নিয়ে শুরু হয় হই চই। অত দূর থেকে ভুবনেশ্বকে বল করতে দেখে ফিঞ্চ বলটি ডেলিভারি হওয়া মাত্রই ক্রিজ ছেড়ে সরে দাঁড়ান৷ আম্পায়ার ডেড বল ঘোষণা করলে ভুবনেশ্বর রীতিমতো অবাক হয়ে আম্পায়ারকে কারণ জানতে চান৷
কোহলি-ধোনিদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায় ডেড বলটি নিয়ে৷ তৎক্ষণাৎ উইকেটের পিছন থেকে ধোনি এগিয়ে আসেন ভুবনেশ্বরের দিকে৷ তাকে একান্তে কিছু টিপস দেন ধোনি৷ যার ফল পরের বোলটিতে ফিঞ্চকে এলবিডব্লুর ফাঁদে জড়ান ভুবনেশ্বর৷
চাহাল ৬ উইকেট তুলে নেওয়ায় আট বল বাকি থাকতেই মাত্র ২৩০ রানে অলআউট অসিরা। বোলিংয়ে চাহাল বাদে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি দুটি করে উইকেট নেন।