ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে পুরনো খেলোয়াড়দের নিয়ে নাম ঘোষণা করা হয়।
নেপিয়ারে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের ঘোষিত দলে কামব্যাক করলেন ওপেনার টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। ভারত এবং নিউজিল্যান্ড এই মুহূর্তে আইসিসি র্যাংকিংয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে।
অনেক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে দলটি নিউজিল্যান্ডে সফর করবে। সেই দলে অবশ্য দুটো পরিবর্তন হয়েছে। হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলের নির্বাসনের ফলে দলে ডেকে নেওয়া হয়েছে বিজয় শঙ্কর ও শুমান গিলকে।
এদিকে, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, এই দল থেকেই বিশ্বকাপের পরিকল্পনা করা হবে। এবং সাফল্যের তুঙ্গে থাকা বিরাট কোহলির ভারতের সঙ্গে জিতে বিশ্বকাপের প্রস্তুতিটা অনেকের থেকে ভাল করতে চাইছেন কোচ।
নিউজিল্যান্ড দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপতিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।
ভারত দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, বিজয় শঙ্কর, শুবমান গিল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি।