দুর্দান্ত ব্যাটিং দেখালেন সালমান খান (ভিডিও)

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯
দুর্দান্ত ব্যাটিং দেখালেন সালমান খান (ভিডিও)

ফাইল ছবি

বলিউডে সালমান খানকে বলা হয় 'হিট মেশিন'। সেই সালমান খান এবার ব্যাট হাতে ক্রিকেট মাঠেও চমক দেখালেন। বাঁ হাতে ব্যাট উঁচিয়ে অফ সাইড ও লেগ সাইড দু’দিক দিয়েই মাঠের বাইরে বল পাঠাচ্ছেন তিনি। 'ভাইজান' বলে কথা। তার ব্যাট যে ছক্কা হাঁকাবে, এটাই স্বাভাবিক।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন প্রযোজক আলি আব্বাস জাফরের সিনেমা 'ভারত' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি 'ভারত'-এর শুটিংয়ের ইউনিটির লোকজনের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় বলিউডের এই সুপারস্টারকে। সেই খেলার ভিডিও সোমবার ফেসবুকে পোস্ট করেন সালমান খান নিজেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথম ডেলিভারিতেই বলকে বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি। তার পরের বলগুলিও গেল মাঠের বাইরে। তবে ভিডিয়োটি কিছুটা হলেও একপেশে। সেখানে শুধুই সালমানকে ব্যাট করতে দেখা যাচ্ছে। আসলে পুরো ঘটনায় তিনিই হিরো।

সবকিছু ঠিকঠাক থাকলে সালমান খান অভিনীত 'ভারত' ছবিটি এ বছরের ৫ জুন মুক্তি পাবে।

 

ভিডিও:


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর সাদা পোশাকে ব্রাভো

দুই বছর পর সাদা পোশাকে ব্রাভো

ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন?

ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন?

২০১৮: বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা

২০১৮: বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা

স্মিথের আশা ছেড়ে দিচ্ছে রাজস্থান?

স্মিথের আশা ছেড়ে দিচ্ছে রাজস্থান?