অস্ট্রেলিয়ার বিপক্ষে গত শনিবার প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের অনিয়মিত স্পিনার আম্বাতি রাইডুর বোলিং অ্যাকশনের নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পয়াররা। ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আম্বাতি রাইডুর অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের কথা নিশ্চিত করে আইসিসি জানায়, ৩৩ বছর বয়সী রাইডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে রিপোর্ট আকারে জানিয়েছে সিডনি ম্যাচ পরিচালনাকারী আম্পায়াররা।
বিবৃতিতে আইসিসি জানায়, আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকনের পরীক্ষা করাতে হবে রাইডুকে। তবে পরীক্ষার পর ফল প্রকাশ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে পারবেন রাইডু।
শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে ২ ওভার বল করেন রাইডু। ওই দু’ওভারেই তার বোলিং অ্যাকশনের নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাঠের আম্পায়াররা।
এর আগে খেলোয়াড় আচরণবিধি ভঙ্গের দায়ে আম্বাতি রাইডুকে দু’ম্যাচ নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সৈয়দ মোস্তাক আলি ট্রফিতে ২০১৮ সালের ১১ জানুয়ারি বিশাখাপত্ত্নমে কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হায়দরাবাদ অধিনায়কের আচরণ ম্যাচ কর্মকর্তাদের পছন্দ হয়নি।
পরে ম্যাচ অফিসিয়ালরা বোর্ডের কাছে অভিযোগ করলে বিসিসিআই’র ডিসিপ্লিনারি কমিটি রাইড়ুর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।