২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। আবারও এক ওভারে ছয় ছক্কার মারলেন ভারতের কোন ক্রিকেটার। এবার ব্যাট হাতে এ চমক দেখালেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
যুবরাজ সিংহ এক ওভারে ছয় ছক্কা হাকিয়ে নজির গড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে জাডেজা ছয় বলে ছয ছক্কা মেরেছেন আন্তঃজেলা টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জামনগরের হয়ে আমরেলির বিরুদ্ধে মাত্র ৬৯ বলে ১৫৪ রান করেন জাডেজা। ১০ নম্বর ওভারে ব্যাট করতে নামেন তিনি। ১৫ নম্বর ওভারে ছয়টি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বোলারের নাম নীলম ভামজা।
যুবরাজের আগে ভারতীয় দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীও একইম ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। এবার জাডেজাও সেই নজির গড়লেন।