টেলিভিশন অনুষ্ঠানে এক অশালীন মন্তব্য করে একের পর এক ধকল যাচ্ছে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলের উপর। এবার এই দুই ক্রিকেটারকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার ইঙ্গিত দিয়েছে বোর্ড।
সম্প্রতি বিখ্যাত টেলিভিশন শো ‘কফি উইথ করন' অতিথি হিসেবে যান হার্দিক পান্ডে ও লোকেশ রাহুল। ওই শোতে পান্ডে বলেন, বাবা মা'র সাথে আমি একবার একটি পার্টিতে গিয়েছিলাম। আমি পার্টিতে বাবা মাকে ওই মেয়েকে দেখাই। আমি কিভাবে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম তাও আমার বাবা মাকে বলেছিলাম।
এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সামালোচনার ঝড়। বিষয়টি বুঝতে পেরে পান্ডিয়া ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্ষমা চান।
হার্দিক তাঁর ইস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘কফি উইথ করনে আমার মন্তব্যের জন্য আমি দুঃখিত। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চাইছি। সত্যি কথা বলতে, শোতে চরিত্রের সঙ্গে আমি কিছুটা মিশে গিয়েছিলাম। আমি কোন ভাবেই কারো আবেগ বা সম্মানকে আঘাত করতে চাইনি।''
পরে পান্ডে বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং নোটিশের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়। নোটিশের পর পান্ডে এর উত্তর পাঠান বোর্ডকে।
নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিসিআই প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই বলেন, ‘পান্ডিয়া ও রাহুল দুজনেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।’ অন্য এক বোড কর্তা ভারতীয় গণমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, ‘ভারতীয় দলের ম্যানেজমেন্ট যখন ইচ্ছে তাদের কথা বলা জন্য ডাকতে পারে। ইচ্ছে হলে তাঁদের দেশে ফেরতও পাঠাতে পারে।’ তবে আপাতত দেশে পাঠানোর মতো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না দল। এর আগে তাঁদের দুই ম্যাচের নিষেধাজ্ঞার সুপারিশ করেছিলেন বিনোদ রাই।
প্রসঙ্গত, চোট সারিয়ে হার্দিক পান্ডে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেও অস্ট্রেলিয়ায় বিপক্ষে ম্যাচ খেলা হয়নি এখনও। ২৫ বছর বয়সী হার্দিক পান্ডে এখন পর্যন্ত ১১টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তাঁর ভারতীয় দলে অভিষেক হয়।