ফের স্মিথ ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। বিপিএল শেষ না করে দুই ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ । বৃহস্পতিবার রাতের ফ্লাইটেই তার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা।
বৃহস্পতিবার সকালে মিরপুরে বিসিবি ক্রিকেট একাডেমিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন করলেও স্মিথ করেন নি। ফিটনেস চর্চায় সময় কাটে তাঁর। স্মিথ ভুগছেন কনুইয়ের ভেতরের অংশে একটি পুরানো চোটের। তাই তিনি এমআরআই করাতে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ।
তবে এবারের বিপিএলে স্মিথের খেলা, না খেলা নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু বিপিএলে খেলা দুটি ম্যাচে স্মিথ সবমিলিয়ে রান করেছেন মাত্র ১৬। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষেই এই ১৬ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ বল খেলে কোন রান না করে মাশরাফির বলে আউট হন।
কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান নয়ন সাংবাদিকদের বলেন, ব্যথাটার কারণে সে কোনো ঝুঁকি নিতে চায় না। এখনো পর্যন্ত যেটা জানি যত দ্রুত সম্ভব সে আবার ফিরে আসবে। এমআরআইয়ের রিপোর্ট ভালো এলে দুদিনের মধ্যেই চলে আসবে। আরও বেশি ম্যাচ খেলতে চায় বলেই সে দ্রুত চলে যাচ্ছে। ওর ইচ্ছে পুরো বিপিএলে খেলা।