বুড়ো হাতে ভেল্কি দেখালেন আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭
বুড়ো হাতে ভেল্কি দেখালেন আফ্রিদি

শারজায় ছয় দলের টি-টেন লিগে বুড়ো হাতে ভেল্কি দেখালেন পাকিস্তানি অলরাউন্ডার শাহীদ আফ্রিদি। টি-টেন লিগ ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। তার হ্যাটট্রিকে আসরের দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে জয় পেয়েছে পাখতুন্স।

টানা তিন বলে উইকেট নিয়ে টি-টেন ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আফ্রিদি। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বলে রিলে রৌশোকে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরান আফ্রিদি। দ্বিতীয় বলে আফ্রিদির শিকার উইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। এর পরের বলে আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়ক বীরেন্দর শেবাগ।

বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করায় বিসিবির শুনানির কারণে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি তামিম। তবে আফ্রিদির হ্যাটট্রিকে আসরের দ্বিতীয় ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারিয়েছে তামিমের পাখতুন্স।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১২১ রানের বড় সংগ্রহ করে পাখতুন্স। দলের পক্ষে ২২ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন ফখর জামান। ২৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে লিয়াম ডসন। মারাঠা অ্যারাবিয়ান্সর পক্ষে ইমাদ ওয়াসিম শিকার করেন দুটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে খেই হারিয়ে ফেলে মারাঠা অ্যারাবিয়ান্স। পাখতুন্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। দলের পক্ষে কেবল অ্যালেক্স হেলস ২৬ বলে করেন ৫৭ রান।



শেয়ার করুন :


আরও পড়ুন

লিগ ওয়ানে আগামী মৌসুমেই ভিএআর

লিগ ওয়ানে আগামী মৌসুমেই ভিএআর

মেসিকে পিছনে ফেললেন রোনালদো

মেসিকে পিছনে ফেললেন রোনালদো

টি-১০ জয়ে শুরু সাকিবের : আফ্রিদির হ্যাটট্টিকে পাখতুনস জয়

টি-১০ জয়ে শুরু সাকিবের : আফ্রিদির হ্যাটট্টিকে পাখতুনস জয়

অ্যাকশন শুধরানোর পরীক্ষায় লন্ডনে হাফিজ

অ্যাকশন শুধরানোর পরীক্ষায় লন্ডনে হাফিজ