চলতি বছর টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করলেন শ্রীলঙ্কার ডান-হাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
বক্সিং ডে টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের ইনিংস দিয়ে এ বছর ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মেন্ডিস। এ বছর ১২ ম্যাচের ২৩ ইনিংসে ৪৬ দশমিক ৫০ গড়ে মেন্ডিসের মোট রান ১০২৩।
মেন্ডিসের আগে চলতি বছর এ মাইলফলক স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৩ ম্যাচের ২৪ ইনিংসে ৫৫ দশমিক ৮ গড়ে তার মোট রান ১৩২২।
এমন অর্জনে বেশি খুশি মেন্ডিস। বলেন, ‘২৩ বছর বয়সে এ মাইলফলক স্পর্শ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। বছরের শুরুতে একটি লক্ষ্য নির্ধারণ করেছি। তবে এক হাজার রান করতে পেয়ে খুশি।’