বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চতুর্থবারের মত শিরোপা জিতলো প্রাইম ব্যাংক সাউথ জোন। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বিসিবি নর্থ জোনকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
এ জয়ে টানা দ্বিতীয়বারের মত সপ্তম বিসিএলের শিরোপা জিতে নিল প্রাইম ব্যাংক সাউথ জোন। এর আগে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে টানা শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক সাউথ জোন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৮৬ রান করে বিসিবি নর্থ জোন। ইনিংস হার এড়াতে ৬২ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ৫ উইকেট।
বাকি ৫ উইকেটে ম্যাচের চতুর্থ ও শেষ দিন ৯৪ রান যোগ করতে পারে বিসিবি নর্থ জোন। অর্থাৎ ২৮০ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ম্যাচ জয়ের জন্য ৩৩ রানের ছোট্ট টার্গেট পায় প্রাইম ব্যাংক সাউথ জোন।
এ টার্গেট স্পর্শ করতে ৪৩ বল ও ১ উইকেট হারায় প্রাইম ব্যাংক সাউথ জোন। প্রথম ইনিংসে ১৮০ রান করা আনামুল হক দলের পক্ষে অপরাজিত ২০ রান করেন।
প্রথম ইনিংসে বিসিবি নর্থ জোন ২৯৩ ও প্রাইম ব্যাংক সাউথ জোন ৫৪১ রান করেছিল।