ওয়ানডে ফর্মেটে ১৩ ইনিংসে গড়ে মাত্র ২৫ রানের একটা হতাশাজনক বছর পার করার পরও কেন দলে জায়গা পেলেন দলটির সাবেক অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি? দলে ফেরার বিষয়টির ব্যাখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক।
প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেন, আমরা সুচিন্তিত ভাবে বিবেচনা করে ধোনিকে গত ছয়টি ম্যাচ বিশ্রাম দিয়েছিলাম। কারণ ধোনির অনুপস্থিতিতে যেন ধীনেশ কার্তিক ও রিশাভ পান্ট কিছু সময় পায়। তারা খেলার সুযোগ পায়। তাই এখন বিশ্রাম শেষে আমরা ধোনিকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।
নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইনজুরি কাটিয়ে তিন মাস পর ওয়ানডে ও টি-২০ দলে ফিরেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়াও। অস্ট্রোিলয়ার বিপক্ষে তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
ভারতের আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট সম্পর্কে এম এস কে প্রসাদ বলেন, রিশাভ পান্ট গত ম্যাচ গুলোতে ভালো খেলেছে। আমরা তাকে আরো সময় দিতে চাই। ইংল্যান্ডে ম্যাচে সে আরো ভালো করার সুযোগ পাবে।
২১ বছয় বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান রিশাভ পান্ট দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩০ রান করেন। এর আগে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়াডে ম্যাচে ৩০ রান করেন।
তবে রিশাভ পান্ট আশানুরূপ পারফরম্যান্স না করাই হয়তো নির্বাচকরা আপাতত তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর পরিবর্তে উইকেট কিপার ব্যাটসম্যান ধোনিকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেও যে দল ঘুচাচ্ছে ভারত তারও ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক। আর বিশ্বকাপ কে সামনে রেখেই হয়তো অভিজ্ঞ ধোনির গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী বছর ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
‘আমারা বিশ্বকাপের আগে মাত্র কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাব। আমাদের আছে ২০ জনের একটা দল। এই ২০ জনের মধ্য থেকেই আমাদের বিশ্বকাপের জন্য সেরা একাদশ খুঁজতে হবে ‘ বলেন প্রধান নির্বাচক।
২০০৪ সালে চট্রগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৯০ টেস্ট, ৩৩২টি ওয়ানডে এবং ৯৩টি টি-টোটেন্টি ম্যাচ খেলেছেন। তাঁর নেতৃত্বেই ২০০৯ সালে ওয়ার্ল্ড কাপ ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত।
আসন্ন সিরিজে যারা দলে ডাক পেয়েছেন:
ওয়ানডে দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওযান, আম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ সামি।
টি-২০ দল:
বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পান্থ, দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।