অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৫০ ওভার ফর্মেটে ১৩ ইনিংসে গড়ে মাত্র ২৫ রানের একটা হতাশাজনক বছর পার করার পরও দলে জায়গা ধরে রেখেছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় টি-২০ সিরিজেও ভারতীয় দলে জায়গা পেয়েছে ৩৭ বছর বয়সী ধোনি। নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ইনজুরি কাটিয়ে তিন মাস পর ওয়ানডে ও টি-২০ দলে পিরেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। অস্ট্রোিলয়ার বিপক্ষে তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আগামী বছর ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মূলত আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছে।
ওয়ানডে দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওযান, আম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ সামি।
টি-২০ দল:
বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পান্থ, দিনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।