বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে মাত্র ৩০ বলে হাফ-সেঞ্চুরি করেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলতে নামা আশরাফুল। অ্যাশের ঝড়ের দিন ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন ৫ উইকেটে ১৫৯ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করেন আগের রাউন্ডে সেঞ্চুরি করা আশরাফুল।
প্রতিপক্ষ ইনিংস ঘোষণা করায় ম্যাচ জয়ের জন্য ২৪৭ রানের টার্গেট পায় প্রাইম ব্যাংক সাউথ জোন। সেই লক্ষ্যে ২৮ ওভারে ৫ উইকেটে ১৩২ রান করেন প্রাইম ব্যাংক সাউথ জোন। এরপরই ম্যাচটি ড্র হয়। ম্যাচ সেরা হন প্রাইম ব্যাংক সাউথ জোনের ফজলে মাহমুদ।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৬২ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ৮ উইকেটে ১৭৫ রান করে প্রাইম ব্যাংক সাউথ জোন।