স্মিথের রুমেই হয় বল টেম্পারিংয়ের পরিকল্পনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮
স্মিথের রুমেই হয় বল টেম্পারিংয়ের পরিকল্পনা

বল টেম্পারিংয়ের নয় মাস পর মুখ খুললেন স্মিথ। ছবি: দ্য গার্ডিয়ান

নিজে চাইলেই গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং পরিকল্পনা থামাতে পারতেন বলে স্বীকার করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। বল টেম্পারিং-এর মত কুৎসিত ঘটনার পর অবশেষে মুখ খুললেন স্মিথ।

সিডনিতে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বল-টেম্পারিং নিয়ে কথা বলেন স্মিথ। তিনি বলেন, ‘বল টেম্পারিংয়ের পরিকল্পনা আমার রুমেই হয়েছিলো। ইচ্ছা করলেই আমি এই খারাপ কাজটি থামাতে পারতেন। কিন্তু কেন পারলাম না, জানি না। আমি ব্যর্থ হয়েছি। তাই এমন কুৎসিত কাজের পুরো দায় আমার কাঁধেই নিয়েছি।’

চলতি বছরের মার্চে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য ছিলো প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখা। ২০১৪ সালে তিন ম্যাচের সর্বশেষ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো অজিরা। তাই এবারও ভালো কিছু অর্জনের লক্ষ্য ছিলো তাদের। কিন্তু লক্ষ্যের অন্তরালে যে, কুৎসিত পরিকল্পনাও ছিলো তা-ই বা কে জানতো। জানতো অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড়- তৎকালীন অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ খেলোয়াড় ক্যামেরন বেনক্রফট।

বাস্তবে না আসলেও বেনক্রফটকে দিয়ে জগন্য কাজটি করান স্মিথ ও ওয়ার্নার। সেটি প্রমান হবার পর ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে এক বছর ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে।

নিষিদ্ধ হবার পর বল-টেম্পারিং-এর আসল ঘটনাটি খোলাসা করেন স্মিথ-ওয়ার্নার বা বেনক্রফট। যতবারই সংবাদ সম্মেলনে এসেছেন, ততবারই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

কিন্তু বল টেম্পারিং-এর নয় মাস পর ঐ ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্মিথ। হোটেলে স্মিথের রুমেই বল টেম্পারিং নিয়ে মূল পরিকল্পনা হয় বলে বোমা ফাটালেন তিনি।

স্মিথ বলেন, ‘আমি পরিকল্পনাটা দেখেছি এবং বুঝেছিলামও যে কি হতে যাচ্ছে। কারণ পরিকল্পনাটি আমার রুমেই হয়েছে। আমার ভুল ছিলো, যে আমি তা দেখেও তাদের থামাইনি। তখন যদি আমি তাদের এসব করা থেকে বিরত রাখতাম, তাহলে হয়তো ঘটনাটি অন্যরকমও হতে পারতো। চাইলেই আমি বল-টেম্পারিং পরিকল্পনা থামাতে পারতাম, কিন্তু করিনি। এটাই আমার ব্যর্থতা ছিলো।’

বল-টেম্পারিং-এর জন্য শাস্তি পাওয়ার পর কঠিন সময় পার করেছেন বলেও জানান স্মিথ। তবে খারাপ সময়ে প্রিয় মানুষদের সমর্থন পেয়েছেন তিনি। যা নিজেকে শক্ত থাকতে বড় কাজে দিয়েছে বলেন জানান স্মিথ, ‘ঐ ঘটনার পর অনেক কঠিন সময় গিয়েছে আমার। অন্ধকারাচ্ছন্ন দিন কাটিয়েছি আমি। তখন বিছানা থেকে উঠতেই ইচ্ছে করত না আমার। তবে আমি ভাগ্যবান যে, খারাপ সময়ে আমি আমার পাশে বেশ কিছু ভাল মানুষ পেয়েছি। যারা আমাকে সহায়তা করেছে এবং ভেঙে পড়তে দেয়নি। তারা আমাকে বারবার বুঝিয়েছে। আমার সাথে অনেক কথা বলেছে। তারা বুঝিয়েছে- যা হয়েছে, হয়ে গেছে। এসব আর ভাবা যাবে না। কারন এখানেই সব শেষ হয়ে যায়নি। আমাকে আবার নতুন করে শুরু করতে হবে।’

প্রিয় মানুষগুলোর সাপোর্ট পেয়ে আবারো সঠিক পথে ফিরে এসেছেন স্মিথ। এমনটা জানাতে ভুল করেননি তিনি, ‘আমি এখন মানসিকভাবে শক্ত আছি। দক্ষিণ আফ্রিকায় বল-টেম্পারিং-এর ঐ ঘটনার পর অনেক ভেঙে পড়েছিলাম। তবে এখন আর ঐসব সমস্যা আমার মধ্যে নেই। আমি সব কাটিয়ে উঠেছি। সে সব কাটিয়ে আমি এখন ঠিক আছি, সঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’

ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। নিষিদ্ধ থাকার কারনে জাতীয় দলে খেলতে পারছেন না স্মিথ। তাই এই সিরিজের দর্শক তিনি। এতে বেশ কষ্ট হচ্ছে তার। কোনভাবেই এমন কষ্ট সহ্য করতে পারছেন না স্মিথ। মাঠে নামার জন্য তার হাত নিশপিশ করছে বলে জানান স্মিথ, ‘এই সিরিজ দেখতে কখন কখনও খুব কষ্ট হচ্ছে। আমাদের ক্রিকেটাররা যখন ভাল খেলছে না তখন মাঠে নামার জন্য আমার হাত নিশপিশ করছে। আমি কোনও ভাবেই দলকে সহায়তা করতে পারছি না, এটা ভেবেই আরও যন্ত্রণা পাচ্ছি। তবে পার্থ টেস্ট দেখে আমার খুবই ভালো লাগছে। দুর্দান্ত পারফরমেন্স করে দল জয় ছিনিয়ে নিয়েছে। এজন্য আমি গর্বিত।’ চার বছর আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন স্মিথ।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক টিম পাইন। তার অধিনায়কত্বের প্রশংসাও করেন স্মিথ, ‘পাইনের নেতৃত্বগুন অসাধারণ। সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। কিন্তু পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়িয়েছে তারা। দলটি খুবই ভালো খেলেছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে খেলা হচ্ছে না স্মিথের

বিপিএলে খেলা হচ্ছে না স্মিথের

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের ‍দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের ‍দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব