ভারতের জাতীয় দলে খেলেন না অনেক বছরই হলো। তবে দেশের প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতন নিয়মিত। এবার আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্বান্ত নিয়েছেন ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় গৌতম গম্ভীর। ঘরোয়া রঞ্জি ট্রফিতে দিল্লী ও অন্ধ্র প্রদেশের মধ্যকার ম্যাচ দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন গম্ভীর।
২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় গম্ভীরের। এরপর টেস্ট ও টি-২০ ম্যাচেও খেলার স্বাদ নেন তিনি। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারত দলের সদস্য ছিলেন। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন গম্ভীর। ৩১ রানে দুই ওপেনারকে হারানোর পর এক প্রান্ত দিয়ে দলের হাল ধরেন তিনি। শেষ পর্যন্ত সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছে আউট হন গম্ভীর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা জানান গম্ভীর। তিনি বলেন, ‘এখনই সময় ক্রিকেটকে বিদায় বলার। চলতি সপ্তাহে ঘরোয়া আসরের একটি ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় দেব। ভারতের হয়ে সব সময় নিজের সেরাটা দেয়ার চেষ্টাই করেছি। ভারতকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পেরে আমি গর্বিত।’
শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপেই নয়, ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপের সদস্যও ছিলেন গম্ভীর। ঐ আসরের ফাইনালে ৫৪ বলে ৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।
ঘরোয়া আসরেও বেশ সফল খেলোয়াড় গম্ভীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দু’বার অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেন গম্ভীর।
ভারতের হয়ে সর্বশেষ ২০১৬ সালে ম্যাচ খেলেছেন গম্ভীর। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ছিল ভারতের জার্সি গায়ে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। ২০০৯ সালে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে ছিলেন গম্ভীর। ঐ বছর আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ও হন তিনি।