অবশেষে বিসিএলে দল পেলেন আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৮
অবশেষে বিসিএলে দল পেলেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল (ফাইল ছবি)

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বিপিএলে দল পেলেও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মোহাম্মদ আশরাফুলকে কেউ দলে নেয়নি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) দল পেলেন তিনি।

বিসিএলের সপ্তম আসরে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলবেন বিশ্বের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল। তৃতীয় রাউন্ডে দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া বিসিএলে দল না পাওয়া পেসার শাহাদাত হোসেন রাজিব। তিনি খেলবে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে।

গত মৌসুমে পূর্বাঞ্চলের হয়ে আশরাফুল ও মধ্যাঞ্চলের হয়ে খেলেছেন শাহাদাত। তবে চলতি আসরের শুরুতে দুজনকেই ছেড়ে দেয় তাদের দল। প্লেয়ার ড্রাফটেও আগ্রহ দেখায়নি কোনো দল।

গত আসরেও ইস্ট জোনের হয়ে খেলেছিলেন আশরাফুল। তবে সবশেষ ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে ছয় ম্যাচে ৯ ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৪৯ রানের। বল হাতে নেন ৭ উইকেট।

৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপে একাধিক ক্রিকেটার যোগ দেওয়াতেই মূলত সুযোগ মিলেছে আশরাফুল ও শাহাদাতের।

প্রসঙ্গত, ২০১৩ সালে বিপিএলে ম্যাচ-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন মোহাম্মদ আশরাফুল। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট-ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট জেতার জন্যই মাঠে নামব : মোমিনুল

দ্বিতীয় টেস্ট জেতার জন্যই মাঠে নামব : মোমিনুল

এন্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা

এন্ডারসনকে হটিয়ে শীর্ষে রাবাদা

১১ ধাপ এগিয়েছেন মোমিনুল

১১ ধাপ এগিয়েছেন মোমিনুল

বাংলাদেশিদের জন্য স্মিথের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশিদের জন্য স্মিথের শুভেচ্ছা বার্তা