মিতালি রাজকে নিয়ে মুখ খুললেন কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৮
মিতালি রাজকে নিয়ে মুখ খুললেন কোচ

ভারতীয় দলের কোচ রমেশ পাওয়ার ও নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ

দলের কোচ রমেশ পাওয়ারের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ভারতের নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মিতালি রাজের অভিযোগের পর মুখ খুলেছেন কোচ। 

অভিযোগের একদিন পর মুম্বাইয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে কোচ রমেশ পাওয়ার বোর্ডের দুই কর্তাবৃক্তির সাথে দেখা করেন। বোর্ডের সিইও রাহুল জহওরী ও ক্রিকেট অপারেশন্সের সাবা করিমের কাছে উল্টো মিতালীর বিরুদ্ধে অভিযোগ করেন। উল্টো মিতালীর বিরুদ্ধে অভিযোগ করে পাওয়ার জানান, মিতালী বেখেয়ালী। তাই তাকে নিয়ন্ত্রন করা খুব কঠিন।

এর আগে বোর্ডের ওই দুই কর্তা ব্যক্তিকে টি-২০ বিশ্বকাপ চলাকালে ইমেইলে কোচের বিরুদ্ধে নালিশ করেন মিতালী। ইমেলে মিতালী বলেন, আমি যখনই ব্যাট করতে যেতাম, উনি (রমেম) অন্যদিকে চলে যেতেন। কিন্তু অন্যরা ব্যাট করলে তা দেখতেন।

তিনি আরো অভিযোগ করেন, আমি তার কাছে বসে থাকলে উনি অন্যদিকে চলে যেতেন। আমি যদি কথা বলার চেষ্টা করতাম এগিয়ে গিয়ে, উনি ফোনের দিকে তাকিয়ে থাকতেন। ওই ভাবেই কথা বলতেন। এটা খুব অস্বস্তিকর। আমাকে যে অপমান করা হচ্ছে, তা সবার কাছেই স্পষ্ট হয়ে উঠত। তা সত্ত্বেও আমি অবশ্য মাথা গরম করিনি।

মূলত নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে একাদশে না রাখায় এমন ক্ষোভ প্রকাশ করেছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর।

প্রসঙ্গত, নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত হেরে যায়। 



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচের বিরুদ্ধে ভারতীয় নারী ক্রিকেটারের বোর্ডে নালিশ

কোচের বিরুদ্ধে ভারতীয় নারী ক্রিকেটারের বোর্ডে নালিশ

ধোনির নিন্দুকদের জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

ধোনির নিন্দুকদের জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

বিশ্বকাপের ৯ দিন আগেও সিরিজ খেলবে শ্রীলঙ্কা

বিশ্বকাপের ৯ দিন আগেও সিরিজ খেলবে শ্রীলঙ্কা

১১ ধাপ এগিয়েছেন মোমিনুল

১১ ধাপ এগিয়েছেন মোমিনুল