ক্রিকেটে বয়স লুকালেই নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৮
ক্রিকেটে বয়স লুকালেই নিষিদ্ধ

২০১৩ সালে একটি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট বয়স জালিয়াতিতে ধরা পড়েন ৫০ জন ক্রিকেটার। এমনকি দেশটির জাতীয় দলের পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধেও বয়স জালিয়াতির অভিযোগ উঠেছিল। এসব ঘটনার পর থেকে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘২০১৮-১৯ মৌসুম থেকে কোনো ক্রিকেটার বয়স লুকিয়েছে এমনটা প্রমাণিত হলে ২০১৮-১৯ ও ২০১৯-২০ এই দুই মৌসুমে বিসিসিআই আয়োজিত সকল টুর্নামেন্টে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’

বিষয়টি নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ খ্যাত সাবকে এই ক্রিকেটার বয়স লুকানোর প্রবণতাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন।

বয়স জালিয়াতিকে গুরুতর অপরাধ উল্লেখ করে আরও বলা হয়, ‘বয়স লুকোনো বা বয়স চুরিকে গুরুতর অপরাধ হিসেবেই বিবেচনা করে বিসিসিআই। এর আগেও এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিসিসিআই। এখন যদি রেজিস্ট্রেশন করার সময় কারো বয়স চুরির ঘটনা ধরা পড়ে তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে।’

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মাশরাফির নির্বাচন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মাশরাফির নির্বাচন

বিপিএল খেলবেন স্মিথ

বিপিএল খেলবেন স্মিথ

কোচের বিরুদ্ধে ভারতীয় নারী ক্রিকেটারের বোর্ডে নালিশ

কোচের বিরুদ্ধে ভারতীয় নারী ক্রিকেটারের বোর্ডে নালিশ

বিশ্বকাপের ৯ দিন আগেও সিরিজ খেলবে শ্রীলঙ্কা

বিশ্বকাপের ৯ দিন আগেও সিরিজ খেলবে শ্রীলঙ্কা