ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে সমালোচনা সর্বত্র। ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না ধোনি। তাই ওয়েস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের দলে জায়গা হয়নি তার। তবে এমন অবস্থায় ধোনি পক্ষ নিয়ে এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
ধোনিকে নিয়ে আফ্রিদি বলেন, ‘ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ও দলকে সেরা সাফল্যই এনে দিয়েছেন। এখনো তার অনেক কিছু করার আছে। তবে নিজের ভবিষ্যৎ ধোনি নিজেই ঠিক করবেন, এখানে অন্য কারও কিছু বলা উচিত নয়।’
গত আইপিএলের পর থেকেই ফর্মহীনতায় ভুগছেন ধোনি। আন্তর্জাতিক অঙ্গণে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। চলতি বছর ২০ ওয়ানডের ১৩ ইনিংসে ২৫ গড়ে মোট ২৭৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪২। ৭টি টি-২০র ৫ ইনিংসে ৪১ গড়ে ১২৩ রান, যেখানে সর্বোচ্চ রান ৫২।
এমন পারফরমেন্সের কারণে ধোনির ফর্ম নিয়ে নিন্দুকেরা অনেক বেশি সমালোচিত। তবে এত সমালোচনা ভিড়ে চিরপ্রনিন্দ্বন্দী পাকিস্তানের সাবেক অধিনায়ককে পাশে পেলেন ধোনি। সমালোচকদের মতে, ধোনির দ্রুতই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া উচিত। কিন্তু এমন মন্তব্যের সাথে এক মত নন আফ্রিদি।
তিনি বলেন, ‘ধোনি ভারতের হয়ে যা করেছে তা অন্য কেউ কখনো করতে পারেনি। ভবিষ্যতেও কখনো কেউ করতে পারবে না। সে বিশ্বকাপে খেলবে কি খেলবে না, অবসর নেবে কি নেবে না, সেটি বলার অধিকার কারও নেই। ২০১৯ বিশ্বকাপে ধোনি খেললে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা উজ্জ্বল হবে।’
অধিনায়ক হিসেবে বিরাট কোহলির চাইতে ধোনি অনেক বেশি দুর্দান্ত বলে মনে করেন আফ্রিদি। তাই ধোনির কাছ থেকে কোহলিকে অধিনায়কত্ব শেখার অনুরোধও করেছেন তিনি। আফ্রিদি বলেন, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। আমার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সে। তবে অধিনায়ক হিসেবে খুব বেশি ভালো নয়। ধোনির মত দুর্দান্ত অধিনায়ক নয় কোহলি। কোহলির উচিত ধোনির কাছ থেকে অধিনায়কত্বের গুণটা কব্জা করা। আমার কাছে সবদিক দিয়ে ধোনি এখনো সেরা।’
ধোনির নেতৃত্বেই ২০০৭ সালের টি-২০ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত।