ভুয়া আইডি খোলায় যুবককে ধরে থানায় নিলেন সাব্বির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২১ নভেম্বর ২০১৮
ভুয়া আইডি খোলায় যুবককে ধরে থানায় নিলেন সাব্বির

জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মানের নামে ভুয়া আইডি খোলে এক তরুণীর সাথে প্রতারণার অভিযোগে এক যুবকে নিজেই ধরে থানায় নিয়ে গেলেন সাব্বির। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগীর বোয়ালিয়া থানায় এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মামুনুর রশিদ ওরফে হিমেল নামে এক যুবক জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের নামে ভুয়া ফেসবুক আইডি খোলেন। সেই ভুয়া আইডি খুলে এক এক তরুণীর সঙ্গে প্রতারণা শুরু করেন ওই যুবক।

বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানান। এরপর মঙ্গলবার রাত ৮টার দিকে সাব্বির ওই তরুণকে ধরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যান।

একটি লিখিত অভিযোগও দেন। কিন্তু পরে অভিযুক্তের পরিবার থানায় আসেন। তারা ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে সাব্বির রহমান তার অভিযোগ প্রত্যাহার করে নেন।

রাত সাড়ে ১০টার দিকে মুচলেকা নিয়ে অভিযুক্ত যুবককে বোয়ালিয়া থানা থেকে ছেড়ে দেওয়া হয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি খেলবে বিশ্বাস পাপনের, তবে নিশ্চয়তা নেই

মাশরাফি খেলবে বিশ্বাস পাপনের, তবে নিশ্চয়তা নেই

‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের মানছেন কোহলি

‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের মানছেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা দলে নতুন মুখ

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ