দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেই নতুন ইনিংস শুরু করলেন টাইগারদের তরুণ পেসার তাসকিন আহমেদ। দীর্ঘ সফর শেষে ঢাকায় পা রাখার ১২ ঘণ্টা পরই জীবনের শুভ কাজটা সেরে ফেললেন তিনি। গাঁটছড়া বাঁধলেন প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে মঙ্গলবার সকালেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশের ফেরার ১২ ঘণ্টা পরই রাতে শুভ কাজটি সম্পন্ন করেন তাসকিন। মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিম মর্তুজা।
জানা গেছে, কনে দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দ রাবেয়া নাঈমা। নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ পড়াশোনা করছেন। একই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।
এদিকে বিয়েতে সতীর্থদের দাওয়াত করলেও বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি। শুধুমাত্র মাশরাফি বিন মুর্তজা পরিবারের সবাইকে নিয়ে উপস্থিত ছিলেন।