৪৪৭ কোটি রুপির ক্ষতিপূরণ মামলায় ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের অফিসিয়াল টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে।
২০১৫ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তানের সিরিজ খেলার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারণে ভারত সরকারের কাছে অনুমতি পায় নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। এই সিরিজটি বাতিল করাতেই টিভি স্বত্ত্ব হারানো এবং অন্যান্য বানিজ্যিক ক্ষতির কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করে পাকিস্তান।
মামলার রায়ের বিষয়ে আইসিসি জানিয়েছে, 'বিসিসিআইয়ের বিপক্ষে পিসিবির মামলা বাতিল করে দিয়েছেন মীমাংসাকারী প্যানেল। এই রায় নির্ধারিত এবং আপিলের অযোগ্য।'
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর পর থেকে দুদেশের টানা পূরণ খেলার মাঠ পর্যন্ত গড়ায়।
২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ছয়টি দ্বিপাক্ষীয় সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে এখন পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া কোনোভাবেই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে না ভারত।
বিসিসিআইয়ের দাবি, পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষীয় সিরিজের কোনো অানুষ্ঠানিক চুক্তি নেই। তাছাড়া দ্বিপাক্ষীয় ক্রিকেটের বিষয়ে সরকারের অনুমোদন পাওয়ার বিষয়টিও আছে।
PCB case against BCCI dismissed by dispute panel https://t.co/2oIkXJIa3h via @ICC
— ICC Media (@ICCMediaComms) November 20, 2018