পবিত্র ওমরাহ্ হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শনিবার রাতে ওমরাহ্ হজ পালনের উদ্দেশে দেশ ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
গত ২৩ নভেম্বর, মঙ্গলবার মিরপুরের একাডেমী মাঠে ব্যাটিং অনুশীলন করছিলেন তামিম। এ সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন বাঁহাতি এই ওপেনার। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও কমেনি সেই ব্যথা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে রাখা হয় তাকে।
এর আগে, চোট সমস্যা থাকলেও তামিম ইকবালকে নিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু এই এশিয়া কাপই কাল হয়ে দাঁড়ায় জাতীয় দলের এই ড্যাশিং ওপেনারের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বাম হাতের কব্জিতে বল লেগে ছিটকে যান তামিম।
সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার আগেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ইনজুরির শঙ্কা। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলনে ফেরা তামিমের ইনজুরি ফের দুঃসংবাদ বয়ে আনলো বাংলাদেশের জন্য।
উল্লেখ্য, এর আগে ২০১৫ ও ২০১৬ সালেও ওমরাহ্ পালন করেন তামিম ইকবাল।