বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে দেশের ফ্রেঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির আসরের দলগুলো তাদের দল গুছিয়ে নিয়েছে।
এদিকে প্লেয়ার্স ড্রাফট শেষ হলেও নিষেধাজ্ঞা শেষে আসন্ন বিপিএলের দল পেলেও বিসিএলে কোন দল পাননি মোহাম্মদ আশরাফুল। শুধু আশরাফুল নয়, তার সাথে দল বঞ্চিত রয়েছে অলক কাপালিও।
মূলত জাতীয় লিগে খারাপ পারফরম্যান্সের কারণে তাদের ধরে রাখেনি ইসলামি ব্যাংক ইস্ট জোন। এছাড়া আগ্রহ দেখায়নি অন্য কোন ফ্রেঞ্চাইজি। ফলে তারা অবিক্রিতই রয়ে গেছেন।
জাতীয় লিগে ছয় রাউন্ডের সবগুলো খেলে মাত্র ২৫৩ রান করেছেন আশরাফুল। এর মধ্যে ফিফটি রয়েছে মাত্র একটি। অন্যদিকে অলক কাপালির অবস্থা আরও খারাপ। ছয় ম্যাচে তিনি রান করেছেন মাত্র ১৫৯।
আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিসিএলের এবারের আসর। ওই দিন বিসিএলের প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলবে ওয়ালটন মধ্যাঞ্চল। এছাড়া রাজশাহীতে অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
বিসিএলে চার দল ও খেলোয়াড়
ওয়ালটন মধ্যাঞ্চল
সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভাগত হোম, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, নাজমুল হোসেন শান্ত, রবিউল হক, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাকের আলী, আরাফাত সানী, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন শাকিল, সাইফ হাসান, শরীফউল্লাহ, ইয়াসিন আরাফাত, লিটন দাস, জাবিদ হোসেন, তাসকিন আহমেদ।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
তুষার ইমরান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, কাজী নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বী, আল-আমিন, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, মনির হোসেন, সালমান হোসেন, দেলোয়াড় হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী মারুফ।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, জাকির হাসান, আফিফ হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদার, শামসুর রহমান, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, ইরফান হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইমরুল কায়েস।
বিসিবি উত্তরাঞ্চল
জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দীক, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, শুভাশিষ রায়, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শরীফুল ইসলাম, সাব্বির রহমান, ধীমান ঘোষ, তানবীর হায়দার, সোহাগ গাজী, মোহর শেখ, ইবাদত হোসেন, তানবীর ইসলাম, মুক্তার আলী, আরিফুল হক, তৌহিদ হৃদয়।