এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চতুর্থ বাংলাদেশি হিসেবে সভাপতি হয়েছেন নাজমুল হাসান পাপন। শনিবার লাহোরে এসিসি'র বার্ষিক সাধারণ সভা শেষে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পাকিস্তান সভাপতি এহসান মানি।
আগামী ২ বছরের জন্য এসিসি'র সভাপতিত্ব করবেন বিসিবি‘র এই সভাপতি। এর আগে ১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে ছিলেন আলী আজগর লবি। আর তৃতীয় সভাপতি আহম মোস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।
তবে এবারই প্রথম ভারত বাদে এশিয়ার ক্রিকেট খেলুড়ে ৩৩টি দেশ এই সভায় অংশ নিচ্ছে। এসিসির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম ভারত গুরুত্বপূর্ণ এই সভায় নেই।
এশিয়া মহাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ১৯৮৩ সালে তৈরি করা হয় এসিসি। প্রথম দিকে এশিয়ান ক্রিকেট কনফারেন্স নাম থাকলেও অরে সেটা বদলে করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
বর্তমানে শ্রীলঙ্কার কলম্বোয় এসিসির সদর দপ্তর। যা শুরুতে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে।