উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও অনুপস্থিত সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৮
উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও অনুপস্থিত সাকিব

বর্তমানে ঢাকায় দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজ চলাকালে এরইমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে।

এদিকে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল মোটামুটি গুছিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। দুই একদিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান মিরপুর টেস্টের দলে চারটি পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড দেওয়া হবে।

তবে প্রথম টেস্টের স্কোয়াডে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেননা, এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচক প্যানেল।

নান্নু বলেন, প্রথম টেস্টেই ফিরছেন না সাকিব। দ্বিতীয় টেস্টে ফিরবেন কিনা, সেটা জানার জন্য সময়ের অপেক্ষা করার কোনও বিকল্প নেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

৩৬৭ রানের বিপরীতে বাংলাদেশের প্রয়োজন ‘আট বল’

৩৬৭ রানের বিপরীতে বাংলাদেশের প্রয়োজন ‘আট বল’

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের হারের হ্যাটট্রিক

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েদের হারের হ্যাটট্রিক

রুবেলের কাঁধে আবারও অধিনায়কের দায়িত্ব

রুবেলের কাঁধে আবারও অধিনায়কের দায়িত্ব

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, জিম্বাবুয়ের টার্গেট ৪৪৩

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, জিম্বাবুয়ের টার্গেট ৪৪৩