বল করতে গিয়ে বা পায়ের পেশিতে টান পড়ে মাটিতে পড়ে যান জিম্বাবুয়ে পেসার টেন্ডাই চাতারা। ফলে বাধ্য হয়েই মাঠের বাহিরে যেতে হয়।
এর কিছুক্ষন পড়েই জিম্বাবুয়ের অফিসিয়াল টুইটারে জানানো হয়, গ্রেড-২ মাশল স্ট্রেইনে পড়েছেন এই পেসার। আপাতত এই ম্যাচে তার আর নামার সম্ভাবনা নেই।
মিরপুর টেস্টে জিম্বাবুয়ে নেমেছে দুই পেসার ও এক পেস অলরাউন্ডার নিয়ে। প্রথম ইনিংসেই চাতারা ছিটকে পড়ায় ম্যাচটি কঠিন হয়ে গেল সফরকারীদের জন্য।
চোটে পড়ার আগে সকাল থেকে বেশ ভালো বল করছিলেন চাতারা। আর্দ্রতা কাজে লাগিয়ে কাইল জার্ভিসও ছিলেন তেতে। প্রথম ঘণ্টায় তাই উইকেট আঁকড়ে খেলার চেষ্টা করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ঘন্টায় দুজন তুলেন মাত্র ২২ রান।