লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ নভেম্বর ২০১৮
লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়ের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত প্রেস রিলিজ অনুসারে ২৫ বছর বয়সীকে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে হবে অ্যাকশন নিয়ে। তবে ওই টেস্টের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন তিনি।

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ১৪ নভেম্বর থেকে পাল্লেকেলে স্টেডিয়ামে।

গলে প্রথম টেস্টে দুই উইকেট নিয়েছেন আকিলা। এখনও পর্যন্ত চার টেস্টে ১৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ২৪ রানে পাঁচ উইকেট। একদিনের ক্রিকেটে তিনি নিয়েছেন ৪৬ উইকেট। টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ১৪ উইকেট।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এক পাশ আগলে রেখে খেলছেন মুশফিক

এক পাশ আগলে রেখে খেলছেন মুশফিক

জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

বিপিএলে দল পেলেন শাহরিয়ার নাফীস

বিপিএলে দল পেলেন শাহরিয়ার নাফীস

মুমিনুলের সেঞ্চুরিতে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

মুমিনুলের সেঞ্চুরিতে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ