জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগ অফিস থেকে ফরম কিনেছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে তাহলে ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি খেলছেন কি না মামরাফি?
মাশরাফির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, যদি নড়াইল-২ আসন থেকে নৌকার প্রার্থী মনোনীত হন তাহলে মাশরাফির পক্ষে উইন্ডিজের বিপক্ষে খেলা হবে না। কেন না উইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯, ১১ এবং ১৪ ডিসেম্বর। তার কিছুদিন পরই ২৩ ডিসেম্বর ভোট। ওই সময় গণসংযোগের জন্য তাকে নড়াইল থাকতে হতে পারে।
সেক্ষেত্রে মাশরাফি শুধুই ওয়ানডে সিরিজটি মিস করবেন। কেন না টেস্ট তিনি খেলেন না অনেক বছর ধরেই আর টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। ২২ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচের উইন্ডিজ সিরিজ।
নাম প্রকাশে অনিচ্ছুক মাশরাফির এই ঘনিষ্ঠ বন্ধুটি জানান, সব কিছুই নির্ভর করছে মনোনয়ন পাওয়া না পাওয়ার ওপর। খেলাধুলার বাইরে নড়াইলে নিজ এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন মাশরাফি।
দেড় বছর আগে সেখানে গড়ে তুলেছেন 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন' নামের একটি প্রতিষ্ঠান। যার মাধ্যমে ওই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন মাশরাফি।