ফের অস্ট্রেলিয়ান ক্রিকেটে বল বিকৃতির ছায়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১১ নভেম্বর ২০১৮
ফের অস্ট্রেলিয়ান ক্রিকেটে বল বিকৃতির ছায়া

কেপটাউনের পর অ্যাডিলডে ওভাল। বছর ঘুরতে না ঘুরতেই ফের অস্ট্রেলিয়ান ক্রিকেটে বল বিকৃতির ছায়া। এবার বোলিং করার সময় পকেট থেকে কিছু বের করে বলের মধ্যে ঘষতে দেখা গেছে অজি লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাকে৷ ভিডিও ফুটেজে এই দৃশ্য পরিষ্কার দেখা গেছে৷ 

গত শুক্রবার অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অজি স্পিনারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভরাডুবি হওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ক্যাঙ্গারুবাহিনী। অ্যাডিলেডে ৭ রানে ম্যাচ জিতে ৭ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরল অজিরা।

কিন্তু অজিদের এই জয়ে কাঁটা হয়ে দেখা দিতে পারে জাম্পার অক্রিকেটীয় আচরণ। এই অজি লেগ-স্পিনার তার পঞ্চম ওভারের শুরুতে নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তারপর বল পালিশ লাগাতে দেখা যায়।

এর ঠিক আগে গ্লেন ম্যাক্সওয়েলের কাছ থেকে হাত বাড়িয়ে কিছু একটা নিতে বা দিতে দেখা গেছে। এতে সন্দেহ দানা বেঁধেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যানক্রফটের পর কি জাম্পা?

কারণ মার্চে কেপটাউন টেস্টে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বকৃতির ঘটনা কলঙ্কিত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। যার জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে

নির্বাসিত হতে হয়েছে অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে। জাম্পা ও ম্যাক্সওয়েলের বিরুদ্ধেও বল বকৃতির অভিযোগ প্রমাণিত হলে অবধারিতভাবে নির্বাসনে যেতে হবে এই দু’জনকেও৷



শেয়ার করুন :


আরও পড়ুন

৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ণ বিরতিতে বাংলাদেশ

৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ণ বিরতিতে বাংলাদেশ

নারী ক্রিকেট ক্লাবের পাশে দাঁড়ালেন সাকিব

নারী ক্রিকেট ক্লাবের পাশে দাঁড়ালেন সাকিব

চামেলীর সহায়তায় সাকিব-মোস্তাফিজ

চামেলীর সহায়তায় সাকিব-মোস্তাফিজ

ধোনিকে কোহলির কতটা প্রয়োজন জানালেন গাভাস্কার

ধোনিকে কোহলির কতটা প্রয়োজন জানালেন গাভাস্কার