দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গাভাস্কার-মাঞ্জরেকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৮
দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গাভাস্কার-মাঞ্জরেকার

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের সাবেক দুই ক্রিকেটার এবং বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জরেকার।

মঙ্গলবার লখনোউয়ে নবনির্মিত স্টেডিয়াম ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় আচমকাই ধারাভাষ্য রুমের কাঁচের দরজা ঝুরঝুর করে ভেঙে পড়ে।

এমন ঘটনায় বেশ ভয় পান গাভাস্কর ও মাঞ্জেরকার। সংবাদ মাধ্যমকে জানান, ধারাভাষ্য দিতে ঘরে ঢোকার সময় আচমকাই ভেঙে পড়ে কাঁচের দরজা।

মাঞ্জরেকার বলেন, ‘তাসের ঘরের মতো হঠাৎ ভেঙে পড়ে দরজার কাচ। কপাল ভালো যে আমরা বেঁচে গেছি। কোনোরকম আঘাত লাগেনি। তবে ওই কাঁচের দরজার টুকরো গায়ে পড়লে বড় চোট লাগত।’

উল্লেখ্য, মঙ্গলবারের এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করে ৫০ হাজার আসনের এই স্টেডিয়ামটি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই স্টেডিয়ামের নামকরণ করেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রোহিতের গালে খলিলের চড়!

রোহিতের গালে খলিলের চড়!

সানিয়া-শোয়েবের ছেলে কোথায় পাবে নাগরিকত্ব?

সানিয়া-শোয়েবের ছেলে কোথায় পাবে নাগরিকত্ব?

পাকিস্তানের বিপক্ষে  নিউজিল্যান্ডের টানা ডজন  জয়

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টানা ডজন জয়

নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট

নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট