নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ পিএম, ০৭ নভেম্বর ২০১৮
নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট

বল টেম্পারিংয়ের দায়ে দণ্ডিত অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন বেনক্রফটের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং করে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার মুখে পড়ে অস্ট্রেলিয়া। ওই ঘটনার পর ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নেতৃত্ব আর সহ-অধিনায়কত্ব হারান তারা। বয়স বিবেচনায় বেনক্রফটকে দেয়া হয় ৯ মাসের নিষেধাজ্ঞা। যেই নিষেধাজ্ঞার আওতায় জাতীয় দল থেকে শুরু করে আছে শেফিল্ড শিল্ড আর বিগ ব্যাশও।

এদিকে বল টেম্পারিংয়ের ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয় বলে অনেকেই মনে করছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ‌‘লঘু পাপে গুরু দণ্ড’ দেয়া হয়েছে বলেও ইদানিং বলা হচ্ছে।

দেশটির সাবেক ক্রিকেটাররাও বার বার বলে আসছে স্মিথ-ওয়ার্নারদের শাস্তি কমানোর কথা। এবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে আনুষ্ঠানিক চিঠিই দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। সেই চিঠির ইতিবাচক সাড়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস।

তিনি বলেছেন, ‘দিন কয়েক আগে এসিএ খেলোয়াড়দের শাস্তির বিষয়ে একটি চিঠি দিয়েছে। এটা আসলে আমাকে বা ম্যানেজম্যান্টকে দেয়া হয়নি, দেয়া হয়েছে বোর্ডকে। বোর্ডের বিষয়ে আমার আসলে কিছু বলা উচিত হবে না। তবে এটুকু বলতে পারি, বোর্ড এই চিঠির মর্যাদা দেবে এবং বিষয়টি বিবেচনা করবে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর কথায় পরিস্কার ভাবে ইঙ্গিত দিয়েছে, স্মিথ-ওয়ার্নারদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘোষণা আসতে পারে যে কোনো দিন, যে কোন সময়।



শেয়ার করুন :


আরও পড়ুন

চারদিন শুধু কান্নায় কেটেছে স্মিথের

চারদিন শুধু কান্নায় কেটেছে স্মিথের

ফিরলেন ওয়ার্নার, লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ

ফিরলেন ওয়ার্নার, লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ

ক্রিকেটারদের প্রতি অসি অধিনায়কের বার্তা

ক্রিকেটারদের প্রতি অসি অধিনায়কের বার্তা

স্মিথ-ওয়ার্নারের বিরুদ্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত

স্মিথ-ওয়ার্নারের বিরুদ্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত