দুর্দিন যাচ্ছে ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। বল টেম্পারিং কেলেঙ্কারির জেরে তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে আরও ধস নামে তাদের পারফম্যান্সে।
এই অবস্থা থেকে সামলে না উঠতেই এবার পদত্যাগের হিড়িক পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ায়। এতে সবশেষ যুক্ত হয়েছেন মার্ক টেলর।
সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এই অধিনায়ক।
বোর্ডের টপ ফিগারদের মধ্যে টেলর ছিলেন তিন নম্বর। তিনিও পদত্যাগ করলেন। তার আগে সরে দাঁড়িয়েছেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও ডেভিড পিভার।
গত ১৩ বছর ধরে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছিলেন টেলর। তবে শুধু বল টেম্পারিংকাণ্ডের কারণেই নয়, কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপার আছে তার সরে যাওয়ার পেছনে। ইংল্যান্ড বিশ্বকাপ ও ২০১৯ অ্যাশেজ সিরিজের জন্য টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইনের’ সঙ্গে চুক্তি করেছেন টেলর। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কথা বলে এখন বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।