৪৮ তম ওভারে শেষ হয়েছে। নাজমুল ইসলাম অপুর ওই ওভারেই জিম্বাবুয়ে হারিয়েছে সিকান্দার রাজাকে। প্রান্ত বদল করে মুশফিকুর রহিম যখন মিডিয়া প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তখনই হুট করে এক কিশোর পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। সোজা দৌড়ে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে।
প্রথম চমকে উঠেছিলেন মুশফিক। সামলে নিয়েই তিনিও জড়িয়ে ধরেন কিশোরকে। তবে নিরাপত্তাকর্মীদের এসব ভালো লাগার কথা না। তাদের বেষ্টনী বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢোকে পড়া কিশোরকে পাঁজকোলা করে বাইরে নিয়ে গেছেন তারা।
খেলা চলাকালীন ক্রিকেট মাঠে দর্শকদের ঢোকে পড়ার ঘটনা অবশ্য বহুবার দেখা গেছে। বাংলাদেশে এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে মাশরাফি মর্তুজার এক ভক্ত ঢুকে পড়েছিলেন মাঠে। সেসময় তাকে ধরে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে। মাশরাফির অনুরোধেই পরে তাকে ছেড়ে দেওয়া হয়।