বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস টাইগারদের 'ব্রান্ড অব ক্রিকেট' বদলাবেন না। তিনি এটা নিয়ে কাজ করতে চান। যাতে করে তারা নিজেদের স্টাইলের ক্রিকেট আরও ভালো প্রয়োগ করতে পারে।
বাংলাদেশের কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে বাজে ভাবে হারের স্বাদ পান তিন। এরপর তার অধীনে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে-টি২০ সিরিজ জয়, এশিয়া কাপের ফাইনালে ওঠা এবং জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। নতুন কোচের অধীনে ভালো করছে বাংলাদেশ দল। তবে কোচের মতে, দল নিয়ে কাজ করার অনেক জায়গা আছে।
রোডস বলেন, 'বাংলাদেশের খেলার নিজস্ব একটি ধরণ আছে। আমার কাজ সেই ধরণে পরিবর্তন আনা নয়। আমি তাদের স্টাইলটাকে আরও ধাঁরালো করতে চাই। দল যেখানে ভালো করছে সেখানে পরিবর্তন আনার জন্য আমি বাংলাদেশের কোচ হয়ে আসিনি। বরং সে গুলোকে আমি আরও বেশি সামনে এগিয়ে নিতে চাই। টেস্টে রান পাচ্ছেন এমন কিছু ক্রিকেটার পেয়েছি আমরা। মুমিনুল তিন টেস্ট আগেও একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছে। আমরা জানি যে, ওই ছেলেটা রান পাচ্ছে। এছাড়া আমাদের স্পিনাররা দারুণ। প্রতিপক্ষকে তারা ধসিয়ে দিতে পারে।'
তবে এখন দল যেন দেশের বাইরে ভালো খেলতে পারে সেজন্য কিছু কৌশল আয়ত্ব করতে হবে। কোচের মতে, আমাদের কিছু ব্যাটসম্যান বিদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলে। তাদের সঙ্গে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারলে তারা আরও ভালো করবে। কোচ বলেন, 'ভালো টেস্টে দল হতে হলে এখনও আমাদের অনেক কাজ করতে হবে। বিদেশের মাটিতে কিভাবে বল করতে হয় তা শিখতে হবে। আমরা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার উইকেটে কিভাবে ভালো করা যায় তা নিয়ে কাজ করছি।'
টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। এরআগে মাশরাফি-সাকিবের নেতৃত্ব দেখেছেন বাংলাদেশ কোচ। এবার মাহমুদুল্লাহ দলকে কেমন নেতৃত্ব দেন তা দেখতে মুখিয়ে আছেন রোডস। বাংলাদেশ কোচ স্টিভস রোডস বলেন, 'কাজ করার জন্য মাশরাফি অসাধারণ এক অধিনায়ক। সাকিবের থেকে সে আলাদা। দলের জন্য অনেক বেশি আবেগ নিয়ে খেলে। সাকিবের নেই তা বলছি না, তবে ম্যাশ এটা সবাইকে দেখিয়ে দিয়েছে। মাশরাফি দলের থেকে অনেক কিছু প্রত্যাশা করে। সেটা বেরও করে আনে খেলোয়াড়দের থেকে। একজন যোদ্ধার মতো দলকে নেতৃত্ব দেয় মাশরাফি। রিয়াদ আমার তৃতীয় অধিনায়ক। এবার তাকে দেখার পালা।'
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে উইকেটের পিছনে কে থাকবেন তা নিয়েও কথা বলেন কোচ। মূলত বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ক্যাচ মিস করেন মুশফিক। আর তাই এই প্রশ্ন। তবে কোচে জানিয়ে দিয়েছেন মুশফিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন, 'আমার চোখে এখন মুশফিক উইকেটের পেছনে দারুণ করছে। মুশফিক ক্রিকেটের দারুণ এক উপহার, খুব অভিজ্ঞ। উইকেটরক্ষকের জন্য সেই সেরা বলে মনে করি।'