সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০২ নভেম্বর ২০১৮
সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান মাহমুদউল্লাহ

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়ে দেশের অষ্টম ভেন্যু হিসেবে ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগ্রহের এই টেস্টের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। শনিবার মুখোমুখি হচ্ছে দুই দল।

 এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে তার কাঁধে এখন দলের দায়িত্ব।

এই টেস্টে স্বাগতিক দলের একাদশে পরিবর্তন আসতে পারে বেশ কয়েকটি। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ চাইছেন সেরা একাদশ নিয়েই মাঠে নামতে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'প্রথম ম্যাচে হয়তো আমরা তেমন পরীক্ষা নিরীক্ষা নাও করতে পারি। আমরা সেরা একাদশ নিয়েই খেলব। কারণ প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচটি সবসময়েই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের শুরুটা যখন ভাল হয় আমরা আমাদের আত্মবিশ্বাস অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে এবং আশা করি সবাই সেই সুযোগের অপেক্ষাতেই আছে।'



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবি একাদশ-জিম্বাবুয়ের প্রথম প্রস্তুতিতে বৃষ্টির বাগড়া

বিসিবি একাদশ-জিম্বাবুয়ের প্রথম প্রস্তুতিতে বৃষ্টির বাগড়া

টেস্ট প্রস্তুতি শুরু টাইগারদের

টেস্ট প্রস্তুতি শুরু টাইগারদের

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল

তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল