অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল গরুর মাংস খাবেন?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ০২ নভেম্বর ২০১৮
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল গরুর মাংস খাবেন?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটা দলকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। সেখানকার নিরাপত্তাসহ ক্রিকেটারদের যাবতীয় সুযোগসুবিধা, খাওয়া-দাওয়ার বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য। পর্যবেক্ষক দল যে রিপোর্ট দিয়েছে, তা নিয়েই যত গন্ডগোল। 

জানা গেছে, সিরিজ চলাকালীন ভারতীয় দলকে যে খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে, তাতে রয়েছে গরুর মাংস। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেই এই মেনু রাখা হয়েছে বিরাটদের জন্য। খাবারে প্রোটিনের পরিমাণ ঠিকঠাক রাখার জন্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এখানেই বেঁকে বসেছে বিসিসিআই। বোর্ডের তরফে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করা হয়েছে, বিরাটদের খাদ্য তালিকা থেকে যেন গরুর মাংস বাদ দেওয়া হয়। কিছুদিন আগেই ইংল্যান্ড সফরের সময়ও বিরাটদের খাদ্য তালিকায় গরুর মাংসের আধিক্য ছিল। বিসিসিআইয়ের তরফে সে সময় একটা টুইট করা হয়েছিল। 

তাতে বিরাটদের খাদ্য তালিকার একটা ছবি ছিল। সেই ছবিতে গরুর মাংসের উল্লেখ দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ সমালোচনায় সরব হয়েছিল। তাই বিসিসিআই এবার সতর্ক।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্ত্রী সঙ্গ ছাড়াও কলা লাগবে বিরাটদের

স্ত্রী সঙ্গ ছাড়াও কলা লাগবে বিরাটদের

সৌরভের এক চিঠিতে আলোচনার ঝড় ভারতীয় ক্রিকেটে

সৌরভের এক চিঠিতে আলোচনার ঝড় ভারতীয় ক্রিকেটে

ধোনিকে কোহলির কতটা প্রয়োজন জানালেন গাভাস্কার

ধোনিকে কোহলির কতটা প্রয়োজন জানালেন গাভাস্কার

ফের বিতর্কে ধোনি-বিরাট

ফের বিতর্কে ধোনি-বিরাট