মাঠে গড়ায়নি চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ, লিডে ঢাকা বিভাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
মাঠে গড়ায়নি চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ, লিডে ঢাকা বিভাগ

বৃষ্টির কারণে ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনে চট্ট্রগাম ও সিলেটের খেলা মাঠেই গড়ায়নি। আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিনই লিড নিয়েছে ঢাকা বিভাগ। ৭ উইকেট হাতে নিয়ে ১০৮ রানে এগিয়ে ঢাকা বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ঢাকা বিভাগ। বল হাতে পেয়েই ঢাকা মেট্রোর ব্যাটসম্যানদের বেকাদায় ফেলে দেন ঢাকা বিভাগের দুই বোলার সালাউদ্দিন শাকিল, সুমন খান ও মোশাররফ হোসেন। ফলে ২৯ দশমিক ৩ ওভারে ৫৯ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে ঢাকা মেট্রো। এমন অবস্থাতেই নিজের ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো।

দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিলামে চিটাগং ভাইকিংসের বিক্রি হওয়া মোহাম্মদ আশরাফুল। ৩০ বল মোকাবেলা করে ২টি চার মারেন তিনি। এছাড়া শামসুর রহমান ১১ ও সৈকত আলী ১০ রান করেন। ঢাকা বিভাগের শাকিল ৪টি, সুমন ৩টি ও মোশাররফ ১টি উইকেট নেন।

মধ্যাহ্ন-বিরতির পর ঢাকা মেট্রোর ইনিংস ঘোষণার পর নিজেরা ব্যাট হাতে নামে ঢাকা বিভাগ। ওপেনার রনি তালুকদারের ৮৬ ও সাইফ হাসানের ৪৯ রানের সুবাদে দিন শেষে ৩ উইকেটে ১৬৭ রান করে ঢাকা বিভাগ। শুভাগত হোম ৯ ও তাইবুর রহমান ৪ রানে ব্যাট করছেন। ঢাকা মেট্রোর কাজী অনিক ২টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর কার্ড
ঢাকা মেট্রো : ৫৯/৮ডি, ২৯.৩ ওভার (আশরাফুল ১৪, শামসুর ১১, শাকিল ৪/১৫)।
ঢাকা বিভাগ : ১৬৭/৩, ৫৩ ওভার (রনি ৮৬, সাইফ ৪৯, অনিক ২/২৭)।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের লক্ষ্য ডাবল লিড, ক্যারিবিয়দের সমতা

ভারতের লক্ষ্য ডাবল লিড, ক্যারিবিয়দের সমতা

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আশরাফুল

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স