ফের বিতর্কে ধোনি-বিরাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
ফের বিতর্কে ধোনি-বিরাট

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের জাতীয় দল থেকে বাদ পড়েছেন ধোনি। নিজের ক্যারিয়ারে প্রথমবার এমন কিছু হলো ধোনির সঙ্গে। এরই মধ্যে নতুন খবরে ফের বির্তক তুঙ্গে। ভারতীয় বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানালেন, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে আলোচনার করার পরেই ধোনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই কর্মকর্তা জানিয়েছেন, ‘‘এটা স্পষ্ট যে পরেরবার যখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, তখন ধোনি জাতীয় দলের হয়ে থাকবে না। সে যদি বিশ্বকাপেই না খেলে তাহলে তাকে সেখানে খেলতে নিয়ে যাওয়ার কোন অর্থই হয় না।’’

সেই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে দীর্ঘ আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকে রোহিত শর্মা ও বিরাট কোহলি দু’জনেই উপস্থিত ছিলেন। আপনাদের কী মনে হয় বিরাট-রোহিতদের অনুমোদন ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?’’

ওয়ানডে ক্রিকেটে ধোনি কিভাবে নিজের সর্বোচ্চ ফর্ম ধরে রাখেন। কারণ টেস্ট ও টি-টোয়েন্টিতে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি খেলছেন না। আগামী বছর বিশ্বকাপ। নির্দিষ্ট ম্যাচ প্র্যাকটিস ধরে রেখে কীভাবে ধোনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেন, সেটাই আপাতত দেখার বিষয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের স্পিনকেই জিম্বাবুয়ের ভয়

বাংলাদেশের স্পিনকেই জিম্বাবুয়ের ভয়

একমাত্র টি-টোয়েন্টিতেও ধরা শ্রীলঙ্কা

একমাত্র টি-টোয়েন্টিতেও ধরা শ্রীলঙ্কা

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো