ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টেয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভারতীয় ক্রিকেটের উঠেছে সমালোচনার ঝড়।
টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনি-ম্যাজিকের যুগ হয়তো এবার শেষ হতে চলছে- অনেকে এমনটাই ধরেই নিয়েছেন। তবে ধোনির সমর্থকদের দুঃশ্চিন্তা কমাতে জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ বার্তা দিয়েছেন।
নির্বাচক কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনিকে বাদ দেওয়া হয়নি। তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।
নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ জানান, ‘ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়। আমরা ওকে বিশ্রামে পাঠিয়েছি। আসলে সেকেন্ড উইকেটকিপার প্রস্তুত রাখার কাজটা আমরা সেরে রাখতে চাইছি। সে জন্য ধোনিকে এই সিরিজে বিশ্রামে রেখে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হচ্ছে।’
চলতি বছর মাত্র সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ধোনি। জানুয়ারিতে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে। ফলে তার আগে ধোনির দেশের হয়ে খেলার মতো কোন ম্যাচ নেই।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টেয়েন্টি সিরিজে শুধু ধোনিকেই বিশ্রামে রাখা হয়নি। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকেও বিশ্রামে রাখা হয়েছে। অর্থাৎ ৪ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচে ধোনি ও কোহালিকে দেখা যাবে না খেলতে।