বিরল রেকর্ড গড়ল 'কিংবদন্তি' ক্রিকেট পরিবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৮
বিরল রেকর্ড গড়ল 'কিংবদন্তি' ক্রিকেট পরিবার

একই পরিবারের একাধিক সদস্য, এমনকি বাবা-ছেলে দু’জনেরই ক্রিকেটার হয়ে ওঠার গল্প হামেশাই শোনা যায়। কিন্তু একই পরিবারের তিন প্রজন্মের ৬ জনের ডাবল সেঞ্চুরি করার নজির ক্রিকেট বিশ্বে বিরল। আর তেমনই নজির গড়লেন পাকিস্তানের এক ক্রিকেট পরিবার।

ভারতীয় গণমাধ্যমের খবর, ক্রিকেটের সঙ্গে কোনো পরিবারের এত নিবিড় যোগ সচরাচর চোখে পড়ে না, যেমনটা পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহম্মদের পরিবারে দেখা যায়। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে মুলতানের বিরুদ্ধে করাচি হোয়াইটসের হয়ে ২৬৫ রানের ইনিংস খেলেছেন সেই হানিফ মোহাম্মদের নাতি শেহজার মোহাম্মদ। আর এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে তাঁর পরিবারকে রেকর্ড বইয়ে উজ্জ্বল জায়গা এনে দেন তিনি।

শেহজারের পিতা শোয়েব মোহম্মদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। দেশের হয়ে ৪৫টি টেস্ট ও ৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলা শোয়েবের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৮ রান। তার পিতা কিংবদন্তি হানিফ মোহম্মদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৯৯ রানের ইনিংস খেলেছেন। অর্থাৎ, দাদা থেকে নাতি, পরিবারের তিন প্রজন্মই প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস খেলেছে। ক্রিকেট বিশ্বে এমন রেকর্ড আর নেই।

তবে, শুধু এই তিনজনই নয়, এই পরিবারের আরও তিনজন সদস্যের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। হানিফ মোহম্মদের দুই ভাই সাদিক ও মুশতাক মোহম্মদ এবং সাদিকের ছেলে ইমরান মোহম্মদও ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রাহান-পন্তের ব্যাটে ঘুরে দাড়াল ভারত

রাহান-পন্তের ব্যাটে ঘুরে দাড়াল ভারত

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

রোববার দেশে ফিরছেন সাকিব

রোববার দেশে ফিরছেন সাকিব