ডাম্বুলায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪৪ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন মালিঙ্গা৷ এ নিয়ে ওয়ান ডে ক্রিকেটে আটবার পাঁচ উইকেটে নিলেন মালিঙ্গা৷ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মালিঙ্গা জানান, ২০১৯ বিশ্বকাপে খেলতে পারলে তা হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনার কারণে এ ব্যাপারে আশাবাদী হতে পারছেন না তিনি।
মালিঙ্গা বলেন, ‘আমি জানি আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই বিশ্বকাপ খেলব। এটিই আমার শেষ বিশ্বকাপ হবে বুঝতে পারছি। তবে সাম্প্রতিক সময়ে আমার সাথে যা যা ঘটেছে এরপরে আমি বিশ্বকাপ খেলার আশা রাখছি না। তবে আমাকে সুযোগ দেয়া হলে আমি অবশ্যই খেলবো।’
গত মাসে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ওয়ান ডে ক্রিকেটে দারুণ প্রত্যাবর্তন করেছিলেন লঙ্কান পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচকেরাই আমাকে সুযোগটি করে দিয়েছিল। আমি দলের বাইরে যখন ছিলাম তখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলেছি। দেশের ঘরোয়া টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে। সে টুর্নামেন্টের পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কারণ আমি এখন আমার ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি। এখন আমার পারফর্ম করতে অনুপ্রেরণা দরকার।’