জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০১৮
জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ

ফাইল ফটো

জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরির কারণে ঘোষিত দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। ফলে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে চলছিল আলোচনা।

কে হচ্ছেন জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে সে প্রশ্নের উত্তরও মিলেছে। সাকিব না খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে নেই সাকিব-তামিম। অন্যদিকে ইনজুরির কারণে অধিনায়ক মাশরাফির খেলার বিষয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত স্কোয়াডে একটি নতুন মুখ ডাক পেয়েছেন। তিনি হলেন ফজলে রাব্বি। ব্যাটসম্যান ও বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ফজলে রাব্বি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন। এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রখম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪ ও ২৬ অক্টোবর।

বাংলাদেশের ১৫ সদস্যের দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব-তামিম, চমক ফজলে রাব্বি

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব-তামিম, চমক ফজলে রাব্বি

নারী বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক নেই পাকিস্তানের

নারী বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক নেই পাকিস্তানের

ফিক্সিংয়ের দায়ে হংকংয়ের তিন ক্রিকেটার নিষিদ্ধ

ফিক্সিংয়ের দায়ে হংকংয়ের তিন ক্রিকেটার নিষিদ্ধ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা