কোহলিকে পিছনে ফেললেন ধাওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৮
কোহলিকে পিছনে ফেললেন ধাওয়ান

কোহলিকে পিছনে ফেললেন তাঁরই দলের সতীর্থ শিখর ধাওয়ান। শতরানের বিচারে নয়, ২০১৮ সালে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে বিরাটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শিখর। ২০১৮ সালে সবচেয়ে বেশি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় প্রথম দশে নাম নেই কোহলির। ক্রিকেটভক্তরা চমকালেও এটাই বাস্তব।

এশিয়া কাপ বাদ দিলে ২০১৮ সালে সব ফর্ম্যাটেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট। পরিসংখ্যান বলছে ২০১৮ সালে দেশের জার্সিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিরাট খেলেছেন ২৫টি ম্যাচ। সেখানে শিখর ধাওয়ান তিন ফর্ম্যাট মিলিয়ে খেলেছেন ৩২টি ম্যাচ।

২০১৮ সালে তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। চলতি বছরে এখনও পর্যন্ত ৩৪ টি ম্যাচ খেলেছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের অপর উইকেটকিপার জোস বাটলারও সবমিলিয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

তিন নম্বরে রয়েছেন আদিল রশিদ। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য লাল বলের ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। সেই রশিদই রয়েছেন তিনে৷ চারে জো রুট ও পাঁচে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তিন ফর্ম্যাট মিলিয়ে ধাওয়ান খেলেছেন ৩২ ম্যাচ। প্রথম দশে ‘গব্বর’ ছাড়া আর কোনও ব্যাটসম্যান নেই। কোহলি ও ধাওয়ান ছাড়া ভারতীয় কোনও ব্যাটসম্যানকে এই মুহূর্তে তিন ফর্ম্যাটে খেলতে দেখা যায় না। ফলে দুই ক্রিকেটারের মধ্যেই তুল্যমূল্য লড়াই চলে। সেই লড়াইয়ে বিরাটকে পিছনে ফেললেন ধাওয়ান। ব্যাট হাতে ইংল্যান্ডের মাটিতে সফল না হওয়ায় অবশ্য এই মুহূর্তে টেস্ট দল থেকে বাদ পড়ছেন ‘গব্বর’।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের ছোট আসর নিয়ে কঠোর হচ্ছে আইসিসি

ক্রিকেটের ছোট আসর নিয়ে কঠোর হচ্ছে আইসিসি

এ কোন লিটন দাস, ২০৩ রানের বিধ্বংসী ইনিংস

এ কোন লিটন দাস, ২০৩ রানের বিধ্বংসী ইনিংস

নিষিদ্ধ শেহজাদ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নিষিদ্ধ শেহজাদ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

টি-টোয়েন্টিতেও জয়ে শুরু দ. আফ্রিকার

টি-টোয়েন্টিতেও জয়ে শুরু দ. আফ্রিকার