ফিক্সিংয়ের দায়ে হংকংয়ের তিন ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৯ অক্টোবর ২০১৮
ফিক্সিংয়ের দায়ে হংকংয়ের তিন ক্রিকেটার নিষিদ্ধ

দুর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গ করায় হংকংয়ের তিন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থার পক্ষ থেকে হংকংয়ের তিন খেলোয়াড় বিপক্ষে এ নেয়া এ পদক্ষেপের কথা জানানো হয়েছে।

তারা হলেন- ইরফান আহমেদ, নাদিম আহমেদ ও হাসিব আমজাদ। ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ নিয়ে এ তিনজনের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। ইরফানের বিপক্ষে ৯টি, নাদিম এবং আমজাদের বিপক্ষে ৫টি করে অভিযোগ আনা হয়েছে।

এ তিন খেলোয়াড়ের মধ্যে ইরফান বর্তমানে নিষেধাজ্ঞার মধ্যেই আছেন। আইসিসি দুর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গ করায় ২০১৬ সালের এপ্রিল থেকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। ২০১২ ও ২০১৪ সালে ইরফানের বিপক্ষে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ উঠে।

আগামী দু’সপ্তাহের মধ্যে তিনজনকে অভিযোগের জবাব দিতে বলেছে আইসিসি। হংকং হলো আইসিসির ৯২তম সহযোগী দেশ। সম্প্রতি এশিয়া কাপের ১৪তম আসরে গ্রুপ পর্ব থেকে নিজেদের মিশন শেষ করে তারা।



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে ফিক্সিংয়ের অভিযোগ

এশিয়া কাপে ফিক্সিংয়ের অভিযোগ

বড় বাঁচা বেঁচে গেলেন হেইডেন

বড় বাঁচা বেঁচে গেলেন হেইডেন

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ক্রিস গেইল

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ক্রিস গেইল

৮ বছর পর টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে

৮ বছর পর টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে