ধোনিকে অধিনায়ক করায় চটেছেন নির্বাচকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ০৯ অক্টোবর ২০১৮
ধোনিকে অধিনায়ক করায় চটেছেন নির্বাচকরা

এশিয়া কাপে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে অখুশি বোর্ডের নির্বাচক প্যানেল। এশিয়া কাপে সুপার ফোর পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেয় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে দলের অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি সহঅধিনায়ক ধাওয়ানও বিশ্রামে ছিলেন। দুই নেতার একসঙ্গে বিশ্রামের সিদ্ধান্তে খুশি নন নির্বাচকরা। শুধু তাই নয়, রোহিত-ধাওয়ানের পরিবর্তে নেতা করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। সেই সিদ্ধান্তেও নির্বাচকরা চটেছেন।

বোর্ডের এক কর্মকর্তা বলেছে, ‘দুবাইয়ে টিমের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি নির্বাচকরা। দুই নেতা একসঙ্গে বিশ্রামে যাওয়া ধোনিকে নেতা করা হয়েছিল। সেই সিদ্ধান্ত সম্পর্কে নির্বাচকরা সেভাবে ওয়াকিবহাল ছিলেন না৷ এতেই চটেছেন তারা।’

সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে দুই ওপেনার শতরান হাঁকিয়েছিলেন। রোহিত-ধাওয়ান দুজনকেই তাই আফগান ম্যাচে বিশ্রামে পাঠনো হয়। বোলিং বিভাগে ভুবি-বুমরাহকেও বিশ্রামে পাঠানো হয়েছিল, স্পিন বিভাগে ছিলেন না চাহাল।

সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে ধোনির ২০০ তম ম্যাচ। এশিয়া কাপে নিয়মরক্ষার সেই ম্যাচে অবশ্য শেষ বলে ম্যাচ টাই হয়। আফগান বোলিং আক্রমণের সামনে ধরাশায়ী হয়ে পড়লেও কোনও রকমে ম্যাচ টাই করে মুখরক্ষা করেছিল ‘মেন ইন ব্লু।’

আফগান ম্যাচ বাদ দিলে রোহিতের ভারতকে এশিয়ার কোনও দলই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। ফাইনালে বাংলাদেশ কিছুটা চ্যালেঞ্জ জানালেও শেষ বলে চার মেরে ভারতকে সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেন কেদার যাদব।

অন্যদিকে অধিনায়ক হিসেবে কামব্যাক করে আফগান ম্যাচে ব্যাক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধোনি। নেতা হিসেবে এটি ছিল ধোনির ২০০তম ম্যাচ। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাচিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার নিরিখে ধোনির আগে রয়েছেন শুধু দু’জন।

তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ানর প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং৷ ২৩০টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পন্টিং৷ ২১৮টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের এক সময়ের ওপেনার স্টিভেন ফ্লেমিং৷ এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের ধোনি৷



শেয়ার করুন :


আরও পড়ুন

৮ বছর পর টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে

৮ বছর পর টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে

বউ চেয়ে আবেদনে সাড়া পাননি কোহলি

বউ চেয়ে আবেদনে সাড়া পাননি কোহলি

বড় বাঁচা বেঁচে গেলেন হেইডেন

বড় বাঁচা বেঁচে গেলেন হেইডেন

হাফিজের পর দুবাই টেস্টে সোহেলের সেঞ্চুরি

হাফিজের পর দুবাই টেস্টে সোহেলের সেঞ্চুরি