রাজকোটে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারিয়ে দারুণ ছন্দে আছে স্বাগতিক ভারত। দু’টেস্টের সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া৷ আর এরই মধ্যে ওয়ানডে সিরিজের আগে ভাল খবর এলো ভারতীয় শিবিরে।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য জাতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলবেন না ‘ক্যারিবিয়ান দৈত্য’। শুক্রবার থেকে শুরু হয়েছে এপিএল বা আফগানিস্তান প্রিমিয়ার লিগ। জাতীয় দল ধুঁকছে। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল গেইলকে। কিন্তু তাঁকে তো পাওয়া যাচ্ছে না।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আফগান প্রিমিয়ার লিগে খেলার জন্য ‘এনওসি’ (নো অবজেকশন সার্টিফিকেট) পেয়েছেন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে বালখ লিজেন্ডস-এর জার্সিতে খেলবেন গেইল। সেই দলের আইকন প্লেয়ার তিনি। ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে হয়তো থাকতে পারেন গেইল।